ইয়াবা মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২২, ০৮:৪৩ পিএম

ইয়াবার মামলায় কক্সবাজারে এক যুবককে ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক 🅠বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মোহাম্মদ হোসেন। তার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন এ ಌরায় দেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রনজিত দাশ জানান, দণ্ডপ্রাপ্ত 💙মোহাম্মদ হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী আহমদের ছেলে। ২০১৩ সালে ৯ হাজার ৮৫০ ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল। এ ঘটনায় টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত এ আদেশ দিয়েছেন।