কক্সবাজারের উখ🥂িয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিক🍬ালে সাত রোহিঙ্গাকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে ১৪- আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
রোববার (১২ জুন) দিবাগত রাত সোয়া ২টার দিকে কুতুপালংয়ের নিবন্ধিত রোহিঙ্গা কඣ্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ক্যাম্প-২ ইস্ট এর ডি ব্লকের নূরুল আমিন (২৭), মো. আয়াস (২৩), ক্যাম্প-২০ এক্সেটেনশন এর এস-৩-বি ব্লকের মোহাম্মদ আলম (৩৮), আবুল কালাম (৩৫), ক্যাম্প-১/ইস্ট এর ডি/৪ ব্লকের নূর আলম (৪৪), এফসিএন-💦১৪৪২৯৮, এফ/১২ ব্লকের জাহিদ আলম (২৮), ক্যাম্প-৪ এর এফ-১৪ ব্লকের সৈয়দ 🦹আলম (২৪)।
সোমবার (১৩ জুন)ꦑ সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত কর𓆉েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
নাইমুল হক জানান, গোপন সূত্রে জানা যায় কতিপয় সন্ত্রাসী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরের ভিত্তিতে এপিবিএন এর একটি টিম রাতে কুতুপালং নিবন꧋্ধিত রোহিঙ্গা শিবিরের বি-ব্লকের ৩২ নম্বর শেডের এক নম্বর কক্ষে অভিযান চালায়। এসময় দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি দা, একটি রডের তৈরি লোহার শাবল ও একটি ছুরি জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানা𝄹ন এপিবিএন এর এই কর্মকর্তা।