ফরিদপুরে ৭০০ ইয়াবাসꦜহ মনোয়ার হোসেন মনা শেখ (৩৫) নামে এ💎ক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৩ জুন) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্💞মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
মনা শেখ জেলা সদরের বোকাইল গেরদা গ্রামের আব্দুল ম🌌ান্নান শেখের ছেলে🌜।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম ফরিদপুর সদরের গোয়ালচামট এলাকার একটি ইটের ভাটার পাশে অভিযান চালায়🔯। এ সময় ৭০০ পিচ ইয়াবাসহ মনোয়ার হোসেন মনা শেখকে আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, “𒀰এ ঘটনায় ফরিদপুরের কোতয়ালী থানায় এসআই সোহেল রানা বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছেন।”