২ লাখ ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২২, ০৬:৪২ পিএম

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অ൩ভিযান পরিꦕচালনা করে ২ লাখ ১০ হাজার ইয়াবাসহ আবু ছৈয়দ (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫। এ ঘটনায় দুজন পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) ভোরে হ্নীলা বাজারের ছাত্রী ছাউনির 🐷সামনে অভিযান পরিচালনাকালে উক্ত মাদক কারবারিকে আটক করা হয়। আটক আবু ছৈয়দ টেকনাফের হ্নীলা ইউন💖িয়নের ৩ নম্বর ওয়ার্ড  ফুলেরডেইলের বাসিন্দা নুরুল কবীরের ছেলে।

পলাতক দুজন  হলেন ওই এলাকার বাসিন্দা মৃত ইমাম শরীফের ছেলে সোনা মিয়া (৩২) ও অপরজন  মিয়ানমারের কাঁচারবিল এলাকার, বর্তমানে টেকনাফ💦ের হোয়াইক্যং সুইস পাড়ার বাসিন্দꦡা আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ রফিক ওরফে বারমাইয়া রফিক (৩৫)।

বিকাল ৪ টায় র‍্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার (আইন এবং গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে🦹ছেন।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, “রাতে গোপন সংবাদে খবর আসে, কয়েকজন মাদক কারবারি ইয়াবার চালান পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে হ্নীলা বাজারের ছাত্রী ছাউনীর সামনে র‍্যাব চেকপোস্ট বসালে আমাদের উপস্থিতি ট༺ের পেয়ে ৩ জন মাদক কারবারি পালানোর চেষ্টা করে। এসময়  র‍্যাব-১৫ আবু ছৈয়দ নামে একজন মাদক কারবারিকে আটক করে। তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করলে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।”

সহকারী পুলিশ সুপার বিল্লাল আরো জানান, আটককৃত ইয়ඣাবা কারবারিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।