নওগাঁর রাণীনগরে নিখোঁজের ৬ দিন পর বন্ধুর ঘরের মেঝের ♑মাটির নিচে মিলল আরেক বন্ধুর লাশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদেরಞ জন্য ওই এলাকার তিন জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুন) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের পূর্ব বালুভরা এলাকার নাহিদ নামে এক যুবকের ঘরের মেঝের মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক হযরত আলী (২৩) উপজেলা সদরের পূর্ব বালুভরা এল๊াকার জমসেদ আলীর ছেলে। এ ঘটনায় আটকরা হলেন পূর্ব বালুভরা এ🎀লাকার নাহিদ, রবিউল ও শাহিন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, পারিবারিক দ্বন্দ্বের জেরে যুবক হযরত আলী নিজের বাড়িতে না থেকে পাশের বন্ধু নাহিদের বাড়িতে থাকেন। গত ৩ জুন থেকে হযরত আলীর নিখোঁজের খবর নিয়ে তার বাবা জমসেদ আলী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে থানায় হাজির হোন। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তকালে হযরতের বন্ধু যুবক নাহিদকে আটক করে। ⛎তার দেওয়া তথ্য মতে, নাহিদের বাড়ির একটি ঘরের মেঝের মাটির নিচে পুঁত🐻ে রাখা অবস্থায় হযরতের লাশ উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, লাশ উদ্ধার♔ করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পা♌ঠানো হয়েছে।