ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে প্রবেশের সময় ৩৪ জনকে আটক করেছে বিজিবি। এ🦋দের মধ্যে ১৪ জন পুরুষ, ১১ শিশ꧅ু ও ৯ জন নারী।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে মহেশপুরের যাদবপুর বিওপির টহল দল মাটিলা গ্রামের একটি ইটভাটার কাছ থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন : আতিক খান, হাসনা বিবি, আনিছা খাতুন, চাঁদনি, আজমত, মো. সজিব ফকির, লামিয়া বেগম, রাব্বি শেখ, শাহিদা ইসলাম পাখ🦹ি, পংকজ রায়, প্রীতি রায়, মো. লোকমান শাহ, মারুফা বেগম, সায়মা আক্তার, রমজান খান, মজান, রাকিব, মো. আব্দুর জব্বার জোমাদ্দার, ছেলে মো. নাজমুল, লাবলু হাওলাদার, মো. তানভির হোসেন, মো. রিফাত, শুভ মন্ডল, বিশ্বজিৎ বিশ্বাস, মো. মিলন শেখ, মো. আল-আমিন, জ্যোতি খাতুন, ফজিলা বেগম, রোকসোনা বেগম, তায়েবা, হুসনে আরা বেগম, রুমা আক্তার, জুনায়েদ ও রবিউল ইসলাম।
আটককৃত বিরুদ্ধে মহ꧃েশপুর থানায় মামলা ক🎀রা হয়েছে জানান বিজিবির এই কর্মকর্তা।