নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ৭, ২০২২, ০৯:৫১ এএম

দিনাজপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগেཧ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনা আহত হয়েছেন আꦡরও সাতজন।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোমবার (৬ জুন) রাতে সদর উপজেলার রামডুবি ব্যাংকালি বাজারের সামনে রংꩵপুর-পঞ্চগড় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা 🍷ঘটে।

দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুর সদর উপজেলার রামডুব ব্যাংকালি বাজারের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা আহসান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে দুজন ও রাত ১১টার দিকে আরেকজন মারা যান। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
 

আরও সংবাদ