দুই মোটরসাইকেলের সংঘর𒆙্ষে আব্দুর রহমান (২৭) নামের যুবক নিহত ও তার সঙ্গী সাইফ আব্দুল্লাহ (২৭) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৪ ജজুন) বিকেলে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ও দীনদ্বত্ত ব্রীজের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান মেহেরপুর শ📖হরের কাশ্যপপাড়া সাদেক মোল্লার ছেলে। তিনি আ🌃উটসোর্সিয়ের কাজের সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আব্দুর রহমান তার বন্ধুকে নিয়ে আসতে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিল। যাওয়ার পথিমধ্যে আমঝুপি বিএডিসি ফার্মের কাছে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরস🌊াইকেল দুটিই দুমড়েমুচড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা আরোহীরা ছিটকে রাস্তার পাশে পড়ে যায়।
স্থানীয়রা🔯 আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর অবস্থা🦹 হওয়ায় সাইফ আব্দুল্লাহকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।