ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এবিএ উচ্চﷺ বিদ্যালয়ের একটি স্কুলের পরিত্যক্ত শ্🌞রেণিকক্ষের ভিতর থেকে শম্পা আক্তার (২০) নামে এক শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ জুন) দুপুরে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করে জানায়, শুক্রবা💖র (৩ জুন) বিকালে স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে সন্ধ্যার পর সেটি উদ্ধার করা হয়। শম্পা আলগী ইউনিয়নের বরদিয়া গ্রামের খলিলুর রহমানের মেয়ে। পরে লাশের সুরতহাল সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।
স্থানীয়রা জানায়, শিক্ষিকা শম্পা আক্তার বেশ কিছু𓄧দিন ধরে ꦬমানসিক চাপে ভুগছিলেন। তার সঙ্গে জনৈক এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, সম্পর্কের সূত্রে হয়তো সে গুল খেয়ে আত্মহত্যা করে থাকতে পারে।
ভাঙ্গা থানার উপপরিদর্শক মো. জুয়েল জানায়, প্রভাতী কিন্ডার গার্ডেনের শিক্ষিকা এবং পাশের এবিএ উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত শ্রেণিকক্ষে নিয়মিত কোচিং করাতেন শম্পা। ঘটনার দিন দুপুরে শ্রেণিকক্ষের ভিতরে কোচিং করানোর পর তিনি সেখানে অবস্থান করেন। বিকেলে স্থা🌺নীয়রা শিক্ষিকার লাশ দেখে পুলিশে খবর দিলে লাশটি উদ্ধা🍌র করা হয়।