ঢাকার কদমতলী এলাক𒁃ায় প্রেমিকার বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক আশিকুল হক পিন্টু একটি ইংরেজি 𝓀পত্রিকার প্রেস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সিআইডি।
শুক্রবার (৩ জুন) সকালে মাতুয়াইল মেডিকেল গ🌱লির একটি ভবনের পাঁচতলা থেকে পিন্টুর মরদেহ উদ্ধার করে কদমতলী থানা পুলিশ।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “মেড𓃲িকেল গলির সেই বাসায় ভাবীসহ 🐲থাকতেন শাফিয়া বেগম। ভাবী গ্রামের বাড়িতে গেছেন বলে বাসায় একাই ছিলেন শাফিয়া। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পিন্টু রাত আড়াইটার দিকে ওই বাসায় আসেন। কিছুক্ষণ পর থেকে অসুস্থবোধ করেন পিন্টু। রাত ৪টার দিকে পিন্টু চরম অসুস্থ হয়ে পড়েন।”
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, “পরে শাফিয়া কান্নাকাটি, চেঁচামেচি শুরু করলে লোকজন এসে𒅌 দেখেন ওই🦩 যুবক মারা গেছেন। পরে থানায় গিয়ে শাফিয়া পুলিশ ডেকে আনলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এই ঘটনায় কোনো মামলা হয়নি।”