কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘোরিয়া এলাকায় একটি লরির সঙ্গে সিএনজির সংঘর্ষে চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) রাতে ♑দক্ষিণ তেঘোরিয়া সিএনজি স্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
সংবাদ প্রকাশকে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়নগঞ্জ জ🌞োনের হাই🌊ওয়ে অতিরিক্ত পুলিশ সুপার অমৃত কুমার।
নিহতরা হলেন- সিএনজি চালক মো. তমাল (১৭), যাত্রী জোনায়েদ হোসেন জিহাদ (২৩), নাহিদ হোসেন ফাহিম (২১), মো. সামাদ (২০) চিকিৎসাধীন অবস্থায়🏅 অজ্ঞাত (১৮) আরও এক তরুণের মৃত্যু হয়। এ ঘটনায় আহত এক যাত্রী মিডফোর্ট মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
হাসারা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্তꦏ কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন সংবাদ প্রকাশকে বলেন,ꦬ “লরিটি তেঘোরিয়া স্ট্যান্ড থেকে বামে বাঁক নেওয়ার সময় অপরদিক থেকে আসা মাওয়াগামী সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়। এ সময় সিএনজিটি দুমড়েমুচড়ে যায়।”
তিনি আরও বল💎েন, “স্থানীয়রা চেষ্টা করেও সিএনজিটি লরির নিচ থেকে বের করতে পরেনি। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চার জনের মুত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। লরিটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক আছেဣ।”