মেহেরপ♑ুরের গাংনীতে বাসের ধাক্কায় আম্মার হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের পশꦦ্চিমমালসাদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আম্মার হোসেন পশ্চিমꦅমালসাদহ গ্রামের সিঙ্গাপুরপ্রবাসী আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, আম্মার হোসেনের দাদি মেনুয়ারা খাতুন বাড়ির পাশে একটি রাইস মিলে ধান ভাঙতে যান। রাইস মিলের বাইরে দাদি মেনুয়ারা খাতুনকে দেখতে পেয়ে𒁃 আম্মার হোসেন রাস্তা পার হওয়ার সময় একটি বাসে🐼র ধাক্কায় আহত হয়। পরে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কোন গাড়িতে দুর্ঘটনা ঘটেছে, তা নির্দিষ্ট করে কেউ বলতে পারছে না। এ🌼 বিষয়ে খোꦅঁজখবর নেওয়া হচ্ছে। নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”