কুমিল্লার নাঙ্গলকোটে তিন দিন ধরে নিখোঁজ মাদরাসা পড়ুয়া চার বোন। বৃহস্পতিবার (২৬ মে)꧟ মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়, এরপর আর ফেরেনি। আত্মীয়-স্বজন ও ওই শিক্ষার্থীদের বান্ধবীদের বাড়িতে খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে শুক্রবার (২৭ মে) রাতে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তাদের বাবা মজিবুল হক।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কালেম গ্রামের মজিবুল হকের চার মেয়ে। তাদের মধ্যে তাসনিম জাহান (꧅১৭), মারজাহান (১৪), তাজিন সুলতানাꦚ (১২) নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদরাসার ছাত্রী। আর মাইশা সুলতানা (৬) নারুয়া তালিমুল কোরআন মডেল মাদরাসার ছাত্রী।
বুধবার (২৫ মে) একই ইউনিয়নের নারুয়া গ্রামের নানাবাড়িতে বেড়াতে যায় নিখোঁজ চার বোন। পরদিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তারা নানাবাড়ি থেকে মাদরাসায় যাওয়ার কথা বলে বের হয়। এরপর থেꦑকে তাদের কেউ-ই আর বাড়ি ফেরেনি। তাদের পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তাদের কোনো সন্ধা🅺ন পায়নি।
চার মেয়েকে খুঁজে পেতে স্থানীয় প্রশাস🌸ন ও সবার সহযোগিতা কামনা করেছে নিখোঁꦜজ মেয়েদের পরিবার।
বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থান🎃ার ওসি ফারুক হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত চলไমান আছে।”