‘রোহিঙ্গারা যেন ভোটার হতে না পারে’

ফেনী প্রতিনিধি প্রকাশিত: মে ২৫, ২০২২, ০৭:৩৫ পিএম

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন পাটওয়ারী বলেন🍃, “কোনো♕ভাবেই যেন রোহিঙ্গারা ভোটার হতে না পারে সে ব্যাপারে বিশেষভাবে নজর দিতে হবে। এছাড়া ছিন্নমূল ও হিজড়াদের ক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে।”

বুধবার (২৫ মে) বিকেলে ফেনী সদর উপজেলার সুপ♔ারভাইজারদের সাথে ভোটার তালিকা🃏 হালনাগাদ কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাছির 🐈উদ্দিন পাটওয়ারী বলেন, “ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে সঠিক তথ্য, অনলাইনকৃত জন্মনিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা, মা-বাবার এনআইডিসহ সব কিছু নির্ভুলভাবে সম্পন্ন করতে হবে “

এসময় হোল্ডিং নাম্বার পরিবর্তন ও মৃত ভোটারদের বাদ দেওয়ার🍒 ক্ষেত্রে সঠিক তথ্য ভালোভাবে যাচাই করার আহ্বান জানান তিনি।

ফেনী সদর উপজেলা নির্বাচনꦍ অফিসার মোহাম্মদ জসিম উদ্দিনের পরিচালনায় সভায় ৩৩ জন সুপারভাইজার অংশ নেন।

ভোটার হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহ চলবে ২০ মে থেকে ৯ জুন ২০২২ পর্যন্ত। নিবন্ধন কার্যক্রম (ছবি উঠানো) চলবে ১১ জুন থেকে ১৭ আগস্ট ২০২২ পর্যন্ত। 🏅উপজেলার ১২টি ইউনিয়নে ১৬৫ জন তথ্য সংগ্রহ𓆉কারী তথ্য সংগ্রহ করছে ও ৩৩ জন সুপারভাইজার সে তথ্য যাচাই-বাছাই করে নির্বাচন অফিসে জমা দিবেন।