সুনামগঞ্জের দোয়ারা🙈বাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে ইউটিউবে ভিডিও দেখে ‘বোমা’ তৈরি করতে গিয়ে তিন শিশু আহত হয়েছে।
সোমবার (২৩ মে) বেলা ১১টার 🥂দিকে গ্রামের সুরমা নদীর পাড়ে এ ঘটনা ঘটেছে।
আহতরা হলো- কাঞ্চনপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে সাইদা বেগম (৯), সাই൲মা বেগম (৭) ও গৌছ আলীর মেয়ে নুহা বেগম (৭)। আহত তিন শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে কাঞ্চনপুর গ্রামের কর্ণাল মিয়ার ছেলে আরিফ আহমদ (১২) সুরমা নদীর তীরে বসে মোবাইলে ইউটিউব দেখে বিস্ফোরক জাতীয় জিনিস (বোমা) তৈরির চেষ্টা করছিল। প্রতিবেশী অপর তিন শিশু সাইমা, সাইদা ও নুহা তা দেখছিল। আরিফ বিস্ফোরণ ঘটাতে প্লাস্টিকের বোতলের ভেতর দাহ্য পদার্থ মেশায়। সেটি তাৎক্ষণিক বিস্ফোরিত হলে সাইদা, সাইমা ও নুহা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ওই তিন শিশু চোখে আঘাতপ্♋রাপ্ত হয়েছে বলে জানান চিকিৎসকরা। তাদের মধ্যে সাইদা ও সাইমার অবস্থা গু𒉰রুতর।
আহত সাইদা ও সাইমার বাবা আব্দুল আজিজ বলেন, “কর্ণাল মিয়ার ছেলে আরিফ ঘর থেকে বোমা তৈরির জিনিসপত্র নিয়ে এসে বোমা তৈরির চেষ্টা করছিল। এ সময় কৌতুহলবশত আমার দুই শিশুকন্যা ও অপর এক শিশু সেটি দেখতে যায়। তখন হঠাৎღ বিস্ফোরণ ঘটলে তারা গুরুতর আহত হয়।”
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর জানান, অনলাইনে♋ ভিডিও দেখে বোমা তৈরির সময় তিন শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে।