সমুদ্র মহড়ায় যোগ দিতে মোংলায় পৌঁছেꦏছে ভারতের দুটি যুদ্ধজাহাজ। জাহাজ দুটি হলো— মিসাইল করভেট ‘আইএনএস কোরা’ ও অফশোর পেট্রোল ভেসেল ‘আইএনএস সুমেধা’। &nꦰbsp;
মঙ্গলবার (২৪ মে) বিকেল ৪টায় জাহাজ দুটি মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। এ সময় বন্দর নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোশারফ হোসেনের উপস্থিতিতে সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশনꦐ করে অভিবাদন জানায়। এ ছাড়াও খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়া🔥র এডমিরাল আনোয়ার হোসেন, এনজিপি, পিসিজিএম, এনডিসি, এএফডবিউসি, পিএসসি, বিএন-এর পক্ষ থেকে অধিনায়ক বানৌজা মোংলা জাহাজ দুটিকে মোংলা বন্দরে অভ্যর্থনা জানান।
এসময় বাংলাদেশ🌱ে নিযুক্ত ভারতীয় দূতাবাসের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা আবু উবা🌟ইদাহ ও বানৌজা আলী হায়দার তাদেরকে স্বাগত জানায়। ১৪ জন কর্মকর্🥃তা ও ১২১ জন নাবিকসহ ‘আইএনএস কোরা’-এর নেতৃত্বে আছেন কমান্ডার প্রদীপ কুমার ও ১১ জন কর্মকর্তা ও ১১০ জন নাবিকসহ ‘আইএনএস সুমেধা’-এর নেতৃত্বে আছেন কমান্ডার সুমিত মালিক।
বাংলাদেশে অবস্🥂থানকালে বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনের একজন প্রতিনিধি ও জাহাজ দুটির অধিনায়কবৃন্দ কমান্ডার খুলনা নেভাল এরিয়া ও কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরের অংশ হিসেবে জাহাজ দুটি বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে মোংলা নেভাল বার🤡্থ ও বাংলাদেশের সমুদ্র সীমানায় এক্সারসাইজ ‘করপ্যাটথও ‘এক্সারসাইজ বঙ্গোসাগরে অংশগ্রহণ করবে। 🔯এছাড়াও ভারতীয় নৌবাহিনীর দল ও কমফ্লোট ওয়েস্ট দলের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হবে। সফরের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণ ভারতীয় নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করবেন।
জাহাজ দুটির এই শুভচ্ছা সফর বাংলাদেশ ও ভারতের মধ্যকার পারস্পরিক 𓃲বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। তিনদিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি🌱 আগামী ২৬ মে বাংলাদেশ ত্যাগ করবে।