ঢাকার ধামরাইয়ে নিখোঁজের তিনদিন পর 𝔍ডোবায় মিলল নিখোঁজ প্রতিবন্ধী আল আমিন আফজাল সরদারের (৩১) মরদেহ।
সোমবার (২৩ মে) বিক♛েলে উপজেলার কুল্লা ইউনিয়নের চৌটাইল দক্ষিণপাড়া মহল্লার ওই যুবকের বাড়ির পূর্ব দিকের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত আল আমিন আফজাল সরদার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চৌটাইল꧋ দক্ষিণ এলাকার মো. ইউনুস সরদারের ছেলে। তিনি রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি ಞসবজির দোকানে কাজ করতেন।
স্থানীয়রা জানান, ওই যুবক রাজধানীর একটি সবজির দোকানে কাজ করতেন। সে শনিবার সকালে কাজের উদ্দেশে বের হয়। তারপরে আর রাতে বাসায় না ফিরলে স্বজনরা খোঁজ করে তার। কিন্তু কোনো খোঁজ না পেয়ে পরবর্তীতে ধামরাই থানায় একটি সাধারণ ডাইরি করেন তার পরিবারের সদস্যরা। এরপরে সোম✱বার বিকেলে ওই প্রতিবন্ধী যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরꦬদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের ওই কর্মক🀅র্তা।