উলিপুরে বস্তাবন্দী ফেনসিডিল জব্দ, আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২২, ০৯:২৩ পিএম

কুড়িগ্রামের উলিপুরে বস্তাবন্দী ১০১ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্ত🌜িকে আটক ﷽করেছে পুলিশ। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাইক ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।

রোববার (২২ মে) 💮সন্ধ্যায় উলিপুর পৌর শহরের পোস্ট অফিস মোড় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আটককৃত বিপ্লব মজুমদার বিপু (৫০) উলিপুর পৌর এলাকার ৬নং ওয়ারಞ্ডের মৃত শচ꧒ীন মজুমদারের ছেলে। তার বাড়ির সামনের উলিপুর-রাজারহাট সড়কে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সামনের আসনের নিচে থেকে ১০০ বোতল ও তার সঙ্গে থাকা ১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিপ্লব মজুমদারের বাড়ির সামনে থেকে এক বোতল ফেনসিডিলস💯হ হাতেনাতে তাকে আটক করা হয়। পরবর্তীতে আশ-পাশে খোঁজাখুঁজি করে শুরু হয়। এক পর্যায়ে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সামনের আসনের নিচ থেকে এক বস্তা ফেনসিডিল জব্দ করা হয়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে অটোরিꦉকশাটি কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উলিপুরে ফেনসিডিল নিয়ে আসতে পারে।

উলিপ♎ুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, “আটককৃত ব্যক্তি বিপ্লব মজুমদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।”