ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নওগাঁ প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২২, ০৬:২৮ পিএম

নওগাঁর মান্দায় স্থানীয়🔯ভাবে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্য🦋ালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববಌার (২২ মে) বে🐟লা সাড়ে ৩টার দিকে উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও আবু বক্কর সিদ্দিক।

আবু বক্কর সিদ্দিক বলেন, “বর্তমান সরকার দেশকে ডিজিটাল করতে সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর🙈 ধারাবাহিকতায় ভূমি সেবাসমূহ ডিজিটাল করা হয়েছে। এতে কেউ প্রতারিত বা দালালও ধরতে হবে না। ভূমি অফিস থেকে যেকোনো সেবা সহজেই পেয়ে যাবেন। এছাড়াও বাড়িতে বসে যেকোনো ব্যক্তি এই সেবা গ্রহণ করতে পারবেন। ভূমি সেবা সপ্তাহে জনগণকে আমরা এ বার্তাই দিচ্ছি।”

এসময় সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সীဣ, উপজেলা চেয়🐈ারম্যান এমদাদুল হক মোল্লা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

১৯ মে জাতীꦰয়ভাবে ভূমি সেবা সপ্তাহ ꩲশুরু হয়েছে, যা চলবে ২৩ মে পর্যন্ত।