কুমিল্লায় বিআরটিসি বাস থেকে ছিটকে পড়ে এক শিশু নিহত হয়ে༺ছে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ১২ বছর। শিশুটি ওই বাসের সহকারী (হেলপার) ছিল বলে জানা গেছে।
রোববার (২২ মে) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে💖র বুড়িচং উপজেলার💖 পারুয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা এলাকায় বিআরটিসি (ঢাকা-গ ১১-৬৮১২) বাসের শিশু হেলপার দ্রুত গ꧃তির কারণে ছিটকে পড়ে ঘটনাস্থল⛄েই নিহত হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, খবর পেয়ে থানার এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে থান♛ায় নিয়ে আসে।