নওগাঁ মান্দায় স্কুলকক্ষে ছাত্র-ছাত্রীদের তালাবদ্ধ রেখে দাওয়াত খেতে যান প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা। দীর্ঘ চার ঘণ্টা পার হওয়ার পরেও স্কুলে শিক্ষ🦋কেরা ফিরে না আসায় ছাত্র-ছাত্রীরা কান্নাকাটি ও চিৎকার শুরু করে। এসময় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকেরা স্কুলের গেটের তালা ভেঙে তাদের উদ্ধার করেন।
শনিবার (২১ মে) বেলা ১২টার দিকে উপজেলার কশব ইউনিয়নের পাঁজরভাঙ্গ🐻া ৭৬ স🍎রকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স💧হকারী শিক্ষিকা নাজনীন সুলতানা ঘটনার সত্⛦যতা স্বীকার করেন।
এ বিষয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফিউল, সাকিল, সাথি ও মালেক জানান, প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকেরা স্কুলের প্রধান গেটে তালাবদ্♛ধ করে দাওয়াত খেতে🏅 যায়।
স্থা๊নীয় বাসিন্দা আশরাফুল, ফারানা ও মমিনুল জানান, বিকেল ৪টার দিকে স্কুলের ছাত্র-ছাত্রীদের চিৎকারে তালা ভেঙে তাদেরকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে প্রধান শিক্ষিকা জাহানারা বেগম সত্যত🙈া স্বীকার করে বলেন, “আমরা সকল শিক্ষক মিলে দাওয়াতে গিয়েছিলাম। আসতে দেরি হওয়ায় ছাত্র-ছাত্রীদের অভিভাবকের কꦓাছে ক্ষমা চেয়েছি। এছাড়াও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে স্কুলের গেটে তালাবদ্ধ করা হয়েছে।”
এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর🔜্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, “ঘটনাটি এইমাত্র শুনলাম। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া𝓡 হবে।”