সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৩২৫ গ্রাম হেরোইনসহ মাদ✨ক ব্যবসায়ী জমিন আলী (৩৬) ও আবু ওয়াজকুরুনীকে෴ (৩৫) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
র্যাব জানায়, আটকদের🌜 কাছ থেকে একটি মোটরসাইকেল, তিনটি মোব♐াইল ফোন ও ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় তাড়াশ উপজেলার বারুহাস গ্রামে র্যাব-১২-এর সদস্যরা অভিযান চালান। এই সময় মাদক ব্যবসায়ী দুইজনকে আটক করা হয়। আটক🥀 জমিন আলী সিরাজগঞ্জের উল্লাপাড়𓆏া উপজেলার সিংহগাঁতী গ্রামের মৃত গোলবার হোসেনের ছেলে আর আবু ওয়াজকুরুনী বালসাবাড়ী গ্রামের বাবর আলীর ছেলে।
শুক্রবার (২০ 🀅মে) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২-এর মিডিয়া অফিসার মেজর এম রিফাত-ব💮িন-আসাদ।
বিজ্ঞপ্ত🌳িতে মেজর এম রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার বারুহাস গ্রামে রাস্তার উত্তর-পশ্চিম ওয়াবদার পাশে অভিযান চালানো হয়। এই সময় ৩২৫ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেল ,তিনটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় তাড়াশ থানায় মামলা কর൲া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।