চুয়াডাঙ্গার দামুড়হুদা উপꦛজেলার সীমান্তবর্তী বুইচিতলা গ্রামের পদ্মবিল নামক ১২০ বিঘা জলাশয়ে শত্রুতামূলকভাবে বিষ প্রয়োগে করা হয়েছে। এতে পদ্মবিলের প্রায় ৫০ লাখ টাকার ম꧒াছ মরে পানিতে ভাসছে। রোববার (১৫ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে ।
সোমবার (১৬ মে) ভোর থেকে আশপাশের ৫ গ্রা﷽মের হাজার হাজার মানুষ বিলের ভেসে ওঠা মাছ 𒉰ধরতে ঝাঁপিয়ে পড়ে।
জানা 🍃গেছে, দীর্ঘ ১৮ বছর স্থানীয় মো. গোলাম গং এই পদ্মবিল জলাশয় ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। কিন্তু পরবর্তীতে মামুন গং ঐ জলাশয়ের একাংশ নেন। তবে গোলাম গং অভিযোগ করে বলেন, “মামুন গং আমাদেরকে না জানিয়ে জলাশয়ে বিষ প্রয়োগ করে। এতে আমাদের প্রায় ৫০ লাখ টাকার মাছܫ মারা গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছ༒ে গোলাম গং।