মাগুরায় অভ্যন♕্তরীণ বোরো ধান সংগ্রহের লক্ষে ‘কৃষক অ্যাপ’ লটারির মাধ্যমে ৫৩৮ জন কৃষক নির্বাচন করা হয়েছে।
সোমবার (১৬ মে) বিকেল ৪টায় সদর উপজেলা মিলনায়তনে কৃষক অ𒈔্যাপসের মাধ্যমে লটারিতে এ কৃষক নি♌র্বাচন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ৪ হাজার ২০৪ জন কৃষক ল෴টারিতে অংশ নেন। এর মধ্যে লটারির মাধ্যমে ৫৩৮ ꦅজন কৃষক বাছাই করা হয়। চলতি বোরো মৌসুমে বাছাইকৃত এসব কৃষকের কাছ থেকে ১ হাজার ৬১৪ মেট্রিক টন ধান ক্রয় করা হবে। সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ধরা হয়েছে ২৭ টাকা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবিরের 🐭সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক মো.হাফিজুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, সদর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, খাদ্য পরির্দশক রতন কুমার দাস, উপ খাদ্য পরিদর্শক আল আমীন প্রমুখ।
সদর উপজ🐽েলা প্রশাস𒁏ন ও খাদ্য বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।