মাছ ধরার সময় বজ্রপাতে নাতির মৃত্যু, দাদা আহত

জয়পুরহাট প্রতিনিধি প্রকাশিত: মে ১৩, ২০২২, ০৬:০৫ পিএম

জয়পুরহাট কালাইয়ে বজ্রপাতে হৃদয় হোস♈েন♊ (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই কিশোরের দাদা। নিহত কিশোর হৃদয় শ্রীপুর গ্রামের রুবেল হোসেন এর ছেলে।  

শু��ক্রবার (১৩ মে) দুপুরে উপজেলার শ্রীপুর গ্রামে এ✨ ঘটনা ঘটে।  

কালাই থানার ভারপাপ্ত কর্মকর্তা এস এম মঈনু✤দ্দিন বিষয়টি ন🅠িশ্চিত করেছেন।

এস এম মঈনুদ্দিন বলেন, “শুক্রবার দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে নাতি হৃদয়কে  সঙ্গে নিয়ে দাদা মনসুর আলী নিজ এলাকার একটি পুকুরে মাছ ধরতে যান। 
এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নাতি হৃদয় মারা যা𝓰য়।🙈 এ সময় তার দাদা আহত হয়।”