টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোশারফ মিয়ার (৪৮) কু-প্রস্তাবে রাজি না হওয়ায় এক প্রবাসীর গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (𝓰১১ মে) সকালে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়া গ্রামে এ 🌼ঘটনা ঘটে।
নির্যাতিত গৃহবধূ💧 উপজেলা নাগবাড়ী ইউনিয়নের মরিচা পাইকপাড়া গ্রামের প্রবাসী আলহাজ মিয়ার স্ত্রী। নির্যাতন চলাকালে ৯৯৯ ফোন দেওয়া হলে পুলিশ🦂 ওই গৃহবধূকে কাঁঠাল গাছে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে।
ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, দীর্ঘদিন ধরে ইউপি সদস্য মোশারফ তাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। সম্প্রতি রমজান মাসে রাতে রান্না করার সময় ইউপি সদস্য মোশারফ ও তার বন্ধুকে নিয়ে গৃহবধূর মুখ চেপে জাপটে ধরে কু-প্রস্তাব দিয়ে দেয় বলে জানান। এসমযဣ় ডাক-চিৎকার দিলে তারা পালিয়ে যায়।
এবিষয়ে ১৯ এপ্রিল ওই গৃহবধূ আদালতে মামলা দায়ের করেন, এতে ক্ষিপ্𓆉ত হয়ে মোশারফ বুধবার সকালে এ ঘটনা ঘটিয়েছেন বলে ওই গৃহবধূ জানান।
এবিষ𓄧য়ে ইউপি সদস্য মোশারফ মিয়া বলেন, “এ ঘটনায় তিনি জড়িত নয়।”
কালিহাতী থানার এসআই রাজু বলেন, “খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”