কর্মস্থলে ফিরলেন টিটিই শফিকুল

পাবনা প্রতিনিধি প্রকাশিত: মে ৯, ২০২২, ০৩:১৮ পিএম

বরখাস্তের ♐আদেশ প্রত্যাহারের পর কর্মস্থল👍ে ফিরলেন পাবনার ঈশ্বরদীর আলোচিত রেলওয়ের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম (৩৮)।

সোমবার (৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে তিনি ঈশ্বরদী জংশন স্টেশনের টিটিইজ হেডকোয়ার্টারে যোগ দেন। তඣার আগে সকাল ১০টার দিকে যোগ দিতে হেডকোয়ার্টারে পৌঁছান। 

রোববা👍র (৮ মে) বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তার (ডিসিও) কার্যালয় থেকে শফিকুলকে কাজে যোগদানের অনুমতি দেওয়া হয়। যার কন্ট্রোল অর্ডার নম্বর ২৮৬। সেই আদেশ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে টিটিইজ ইন্সপেক্টর ঈশ্বরদী জংশন হেডকোয়ার্টারে কার্যালয়ে এসে পৌঁছার পর কাজে যোগদানের আবেদন করেন শফিকুল।

এক প্রতিক্রিয়ায় 🅺শফিকুল বলেন, “কর্মস্থলে ফিরতে পেরে আমি খুশি। তবে দায়িত্ব বণ্টন করা হয়নি। হয়তো আগামীকাল (মঙ্গলবার) থেকে দায়িত্ব পালন করতে পারব।”

বৃহস্পতিবার (৫ মে) রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনে ওঠাജ তিন যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করলে টিটিই শফিকুলকে বরখাস্ত করা হয়।ꦏ