পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: মে ৬, ২০২২, ০৬:৪৩ পিএম

নো♔য়াখালীর সেনবাগ উপজেলার পৃথক স্থানে পানিতে ডুবে যমজসহ তিন 🅰শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মে) দুপুরে সেনবাগ উপজেলার বিন্নাগুনি এবং আগের দিন বীরকো🌠ট গ্রামে তাদের মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর বাড়ির মোস্তফার ছেলে আলিফ (৩) ও মাহির (৩) এবং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ🌃্রামের ইউসুফের মেয়ে মাহী (১)।

এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরের দিকে মোস্তফার যমজ ছেলে🐼-মেয়ে সবার অজান্তে পুকুর পাড়ে খেলা করতে যায়। পরে তারা পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাদের না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তাদের পানিত൲ে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এর আগে বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৫টার দিকে বীরকোট গ্রামের ইউসুফের এক বছরের মেয়ে মাহী খেলা করতে গিয়ে একই বাড়ির মতিন মিয়ার রান্না ঘরের পানির বালতিতে উপড় হয়ে প𓆏ড়ে যায়। পরিবারের লোকজন তাকে অনেকক্ষণ না পেয়ে খোঁজাখু💙ঁজি করতে থাকেন। পরে তাকে বালতি থেকে অচেতন অবস্থায় পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সে💙নবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।