প♛ারিবারিক কলহের জেরে নীলফামারীর সৈয়দপুরে রনি (২২) নামের𓃲 এক তরুণ আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৫ মে♌) নিহতের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় রনির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রনি উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পশ্চিম বেলপুকুর হুলিপাড়ার মুহাম্🎐মদ আলীর ছেলে।
পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে কলহের জেরেই রনি বুধবার রাতের কোনো এক সময় স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়🅷টি সকালে টের পেয়ে পুলিশকে জানালে প🌼ুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদ⛄ন্ত রিপোর্ট পেলে সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।