শিমুলিয়া-বাংলাবাজার রুটে যুক্ত হচ্ছে ৪ ফেরি

মুন্সিগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২২, ১১:০২ এএম

ঈদে ঘরমুখী 🏅মানুষের চাপ কমাতে শিমুলিয়া-বাংলাবাজার নৌ রুটে আরও ৪টি ফেরি যুক্ত হ𝐆বে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।

রো𒅌ববার (২৪ এপ্রিল) বিওআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান এ কথা জানান।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘাট এল🌄াকায় যাত্রী ও ছোট-বড় বিভিনඣ্ন যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীদের ভোগান্তি এড়াতে এ নৌ রুটে আরও চারটি ফেরি বাড়ানো হবে। এতে ফেরির সংখ্যা দাঁড়াবে ১০।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান জানান, শিমুলিয়া-বাংলা✱বাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ঈদে ফেরি থাকবে ১০টি। চালু ৬টির সঙ্গে আরও ৪টি যুক্ত করা হচ্ছে। এর ম🐓ধ্যেই একটি ‘মিডিয়াম’ ফেরি ক্যামেলিয়া বহরে যুক্ত হয়েছে।

বিআইডব্লিউটিসির পরিচালক আরও জানান, এই রুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচলের জন্য সেতু কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।♉ এটির অনুমোদন হলে শিমুলিয়া-বাংলাবাজার এবং শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ২৪ ঘণ্টা ফেরি চলাচল করবে। এই নৌ রুটে ছোট গাড়ি পার হবে। সে ক্ষেত্রে ১০টি ফেরি পর🐼্যাপ্ত।

এছাড়া যাত্রীদের ভোগান্তি কমাতে লঞ্চ চলাচলের সময়ও বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, “শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। আর শিমুলিয়া-মাঝিকান্দি থেকে ২৪ ঘণ্টাই লঞ্চ চলাচল করবে। লঞ্চের সং🗹খ্যা বাড়াতে মালিকদের বলা হয়েছে।”

নতুন চারটি ফেরি ২৭ এপ্রিলের মধ্যে ডকইয়ার্ড থেকে এনে বহরে যুক্ত করা 🐎হবে বলে জানান বিআইডব্লিউটিসির পরিচালক।