সিরাজগঞ্জে কালবৈশাখীতে টিনের তৈরি ঘর ভেঙে অন্তত ২০ জন নির্♏মাণ শ্রমিক আহত হয়েছেন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজ♛েলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকায় নির্মাণাধীন বিসিক শিল্পপার্ক এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১৪ জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বি👍শিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন এনায়েতপুরের জাহিদুল (৩২), সদর উপজেলার বহুলী গ্রামের নূর হোসেন (২৮), হাফিজুল (২৮) ও লিখন (২৫), বাগবাটি গ্রামের নাঈম (২৬), জিয়া (২৪), বুলবুল (২২), আলিম (২৫), ফারুক (২১) ও আবুল কালাম (২২), ছাব্বিশা বহুলীর সাদ্দাম (২২) ও আল-আমিন (২৫), আলোকদিয়া গ্রামের আব্দুর রহি🐼ম (২০) এবং রতনকান্দি গ্রামে কমলেশ (২২)।
বিসিক শিল্পপার্ক এলাকায় দায়িত্বরত আনসার ভিডিপির সহকারী প্লাটুন কমান্ডার রিপন আলী বলেন, শিল্পপার্কে নির্মাণ শ্রমিকরা কাজ করছিলেন। এ অবস্থায় আকাশে মেঘ দেখা দিলে শ্রমিকরা টিনের শেডে আশ্রয় নেন। অস্থায়ী ওই শেডে শ্রমিক ছাড়াও আনসার সদস্যরাও আশ্রয় নেন। এ অবস্থায় হঠাৎ কালবৈশাখীতে টিনের ঘর ভেঙে ফেলে। এতে অন্তত ২০ 🧸জন আহত হন। আহতদের মধ্যে একজন আনসা𝓀র সদস্যও রয়েছেন।