জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শাখা সম্মেলন অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২২, ২০২২, ০৫:০৩ পিএম

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলꦐন পরিষদ মাগুরা শাখার স🅺ংগীত প্রতিযোগিতা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ 🌠সম্মেলন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ💖্ঠিত হয়।

মাগুরা শাখার সভাপত𒆙ি খান মাজহারুল ইসলাম লিপুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ প্রতিনিধি খুলনা অঞ্চলের সমন্বয়ক অশোক সাহা। বিশেষ অতিথি ছিলেন ড. আকলিমা খাতুন ইরা।

সম্মেলনে খান মাজহারুল ইসলাম লিপুকে সভাপতি ও মোখলেছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের একটি ক✤মিটি ঘোষণা করা হয়।

এছাড়া কিশোর বিভাগ ও সাধারণ বিভাগের প্রতিযোগীদের নিয়ে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিযোগিতায় কিশোর বিভাগ থেকে ৯ জন ও সাধারণ ব𒉰িভাগ থেকে ৭ অংশ নেন। বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে শাখা সদস্যরা সম্মেলক সংগীত পরিবেশন কꦯরেন।