পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ী খুন

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২১, ২০২২, ০৮:৫৭ এএম

খুলনায় দোকানে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুর্বৃ‌ত্তদের অস্ত♒্রের আঘাতে ব্যবসায়ী হৃদয় শেখ (২৪) খুন হয়েছেন।

‌বুধবার (২০ এপ্রিল🤡) সন্ধ্যায় রূপসা উপজেলার বা🐻গমারা এলাকায় এ ঘটনা‌ ঘটে।

নিহত হৃদয় শেখ বাগমারা এলাকার হারুন শেখের ছেলে।

রূপসা থানা পুলিশের 🥀ভারপ্রাপ্ত করﷺ্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় শেখ ও মিঠু খালাতো ভাই। পাশাপাশি রয়েছে তাদের মু‌দি দোকান। মিঠুর দোকান থেকে অন্তর নামে ওই এলাকার এক যুবক বা‌কিতে মালামাল কেনেন। অন্তরসহ ২ জন দুপুরের দিকে মিঠুর‌ দোকানে আসেন। এ সময়‌ দোকানদার মিঠু অন্তরের নꦉিকট পাওনা টাকা চান। এ‌ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে ওই দুই যুবক মিঠুকে দেখে নেওয়ার হুম‌কি দিয়ে চলে যান।

ইফতারের কিছুক্ষণ পরে কয়েকজন যুবক মিঠুর দোকানে আসেন। তাকে দোকান থেকে বের করে ধারা‌ল অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। এ সময় পাশের দোকান থ🎃েকে মিঠুর খালাতো ভাই হৃদয় শেখ বের হয়ে ঠেকাতে গেলে ধারাল অস্ত্র দিয়ে তার বুকে আঘাত ক‌রা হয়। এ সময় এলাকাবাসী এগিয়ে এলে ওই যুবকরা ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৮টার দিকে তার মৃত𒁃্যু হয়।