গাংনী উপজেলা আ. লীগের সম্মেলনে দুপক্ষের সংঘর্ষ

মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ০৭:৪৪ পিএম

১৮ বছর পর মেহেরপুর♎ের গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টার সময় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন শুরু হয়। রাতে দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্♐ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।

সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্ব🐓ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

বিশেষ🎀 অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. পারভীন জ💖ামান কল্পনা ও গ্লোরিয়া ঝর্ণা সরকার। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

এদিকে সম্মেলনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে একজন আহত হয়েছে। রোববার বিকেলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে সম্মেলনের শুরুতে এ সংঘর্ষ হয়। তবে পুলিশ এবং আওয়ামী লীগের নেতাদের মধ্যস্ততায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সম্মেলনের কার্যকꦺ্রম এগিয়ে চলে। আহত আওয়ামী লীগ কর্মীর নাম মহিবুল ইসলাম ( ৪০)। তিনি গাংনী থানা পাড়ার বাসিন্দা। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।