সালথায় ফের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২, ০৩:০৫ পিএম

ফরি꧋দপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। 

শনিবার (৯ এপ্রিল) রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বড় খারদিয়া নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে🌞 গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। 

জানা যায়,  আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রফিক মোল্যা ও টুকু ঠাকুরের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটন𒊎া ঘটে। 

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপাতত প🧔রিবেশ শান্ত রꦜয়েছে। সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও সংবাদ