জাতীয় মহিলা পার্টির ইফতার সামগ্রী বিতরণ

নরসিংদী প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৮, ২০২২, ০৪:২৭ পিএম

নরসিংদীতে জাতীয় মহিলা পার্টির (বিদিশা) উদ্যোগে দুস্থ নারীদের মধ্যে দ্বিতীয় দফায় ইফতার সাম🔯গ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১১টায় রায়পু🌺রা উপজেলার𒁃 আদিয়াবাদ উত্তরপাড়া এলাকায় মনমেলা প্রাঙ্গণে ইফতার (১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি বুট ও সেমাই) সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জা⛦তীয় পার্টির একাংশেඣর ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ ভার্চুয়ালি যােগদান করেন।

বিশেষ অতিথি হিসেবে আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাে. সেলিম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব, মনমেল꧒া প্রতিষ্ঠাতা আব্দুর রহিমসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থ𓆉িত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টিꦐরﷺ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য করভী মিজান।

বিদিশা এরশাদ বলেন, “আমি অসহায় দুস্থ নারীদের পাশে ছিলাম, আছি এবং থা꧂কব। নরসিংদীর নারী ও শিশুদের জন্য আমার অনেক শুভেচ্ছা ও ভালােবাসা রইল। জাতীয় পার্টির পক্ষ থেকে ভবিষ্যতে আপনাদের জন্য নতুন কার্যক্রম শুরু হবে।”

করভী মিজান বলেন, “ জাতীয় পার্টির পক্ষ থেকে ওয়াদামতাে আমরা দ্বিতীয় ধাপে আজ নরসিংদীতে মহিলাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছি। বিদিশা এরশাদের নেতৃতে আমরা বাংলাদেশের জেলায় জেলায় এই কার্যক্রম অব্যাহত রাখব। শুধু ইফতার সামগ্রী নয়; ভবিষ্যতে নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে।”