ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ রোহিঙ্গা আটক 

কক্সবাজার প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০৮:৩৫ পিএম

কক্সবাজারের উখিয়াꦗর কুতুপালংয়ের বিভিন্ন ক্যাম্প থেকে পালানোর সময় ১৩৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটক সবাই কক্সবাজারের উখিয়ার⛄ কুতুপালং ক্যাম্পের বাসিন্দা।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে উখি🐬য়া থানার সামনে কক্সবাজার-টেকনাফ সড়কে চেকপ💫োস্ট বসিয়ে তাদের আটক করা হয়।

আটক সবাই উখিয়ার কুতুপালং বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বাসিন্দা বলে জানা গꦰেছে। এছাড়া আইনি প্রক্রিয়া শেষে তাদের ট্রানজিট ক্যাম্পে পাঠানো হয়েছে।

বিষয়ট𓆏ি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোরশেদ।

ওসি বলেন, “উখিয়া বাজারের আশপাশে অভিযান চালিয়ে ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন স্থানে যাওয়ার সময় ১৩৬ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের আইনি প্রক্রিয়া শেষে ট্রানজিট ক্যাম্পে স্থানা🦂ন্তর করা হয়েছে।”

সঞ্জুর মোরশেদ বলেꦍন, “এসব রোহিঙ্গারা চট্টগ্রাম ও কক্স🌃বাজারসহ সারা দেশে  ছড়িয়ে পড়ছে। আবার অনেকে স্থানীয়ভাবে থাকার জন্য নানা কৌশল অবলম্বন করছেন।”