ব্র💜াহ্মণবাড়ি🌌য়ার বিজয়নগর উপজেলায় মেয়ের বিয়ে নিয়ে দ্বন্দ্বের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৪ এপ্রিল) সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের ডালপা ন🌜ামক এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আক্তার মিয়া গ্রুপের দুলাল (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলী (৫০) এবং বকুল মিয়া 🔥গ্রুপের মো. আবু হানিফসহ (৪৫) অন্তত ১০ জন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজ💎নকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান।
ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, “স্থানীয় বাꦏসিন্দা খুরশিদ মিয়া কয়েক দিন ꦑআগে একই এলাকার দানু মিয়ার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেন। তবে এই বিয়েতে খুরশিদের অন্য ভাইয়েরা দ্বিমত পোষণ করেন। এ নিয়ে বিয়ের পর থেকে খুরশিদের ভাইদের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জেরে তাদের মধ্যে দুইটি পক্ষ তৈরি হয়। আক্তার মিয়া ও বকুল মিয়া দুই গ্রুপের নেতৃত্ব দেন।”
সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ ঘটনায় আ🥀হতরা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জান🏅ান ওসি।