সরকার জনগণের সঙ্গে ডাকাতি করছে : ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০৬:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

চলমান টিসিবির কার্ড বিতরণ নিয়ে দলীয়করণ ও অরাজকতা এখন জনগণের কাছে পরিষ্কার বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলে🔴ন, “এই সরকার এখন সবক্ষেত্রেই ডাকাতি করতে ব্যস্ত। কারণ যে দেশে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর নামে টিসিবির কার্ড হয়, সে দেশে গরিবদের নিয়ে কী ধরনের উপহাস করা হচ্ছ🏅ে তা সহজেই অনুমেয়।”

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ব♛ক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আওয়ামী লীগ সরকার ভোট ডাকাত উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “তাদের আমলে কোনো দিনই দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি🦂। শেখ হাসিনার আমলে নির্বাচন হলে আমরা ভোটকেন্দ্রেই যেতে পারব না, পূর্বেও পারিনি। তত্ত্বাবধায়ক সরকারের আওতায় ভোট হতে হবে। এ সরকার সমগ্র নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আমরা নির্বাচন চাই কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে।”

ফখরুল আরও বলেন, “বিএনপি নিরপেক্ষ🐎 সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে রয়েছে। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীর নামে হাজারো হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। শুধু ঠাকুরগাঁও সদর উপজেলাতেই সাড়ে সাত হাজার রাজনৈতিক মামলা দিয়েছে এ সরকার।”

এ সময় ঠাকুরগাঁও সদর 💦উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোকনউদ্দিন ভূঁইয়ার সভাপত্বিতে সম্মেলনে ব꧃ক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।