বিছানায় স্ত্রীর নিথর দেহ, আড়ায় ঝুলছিল স্বামী

সাভার প্রতিনিধি প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ০৬:৩৭ পিএম

সাভারের আশুলিয়ায় বিছানার ওপর থেকে স্ত্রীর নিথর দেহ ও স্বামীর ঝ🎐ুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরཧে আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার শামসুল ൩হকের মলিকানাধীন ভাড়া বাড়ি থেকে ওই দম্পতির মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন নওগাঁর মান্দা থানার💫 চককেশবপুর মণ্ডলপাড়া এলাকার সাইদুল মণ্ডল (৩২) ও তার স্ত্রী শাহনাজ পারভীন ববিতা (২৪)। সাইদুল ওই এলাকা🐽র সামাদ মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সাইদুল প্রবাসী। কিছু দিন আগে তিনি দেশে এসেছেন। তার স্ত্রী ববিতা শামসুল হকের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় আল-মুসলিম পোশাক কারখানায় চাকরি করতেন। সকাল থেকেই তাদের কক্ষে কোনো সাড়া শব্দ না পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে কক্ষের ভেতরে গিয়ে সাইদুলের ঝুলন্ত ও বিছ♏ানার ওপর তার স্ত্রীর শাহন💜াজ পারভীনের নিথর মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেন তারা।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী নাসের জানান, ওই দম্পতির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রী শাহনাজের মৃত্যু বিষপানে ও সাইদুর ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।