ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় আলোচিত দুই শিশুকে হত্যার ঘটনায় মা লিমা বেগমের পরকীয়া প্রেমিক সꦉফিউল্লাকে গ♌্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৮ মার্চ) ব🅷িকেল পৌনে ৫টার দিকে রাজধানীরไ আব্দুল্লাহপুর থেকে আশুগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেনে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক🌺্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন।
মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার আব্দুল্লাহপুরের একটি বাস কাউন্টারের সামনে থেকে সফিউল্লাকে গ্রেপ্তার করা 🍰হয়। তিনি রংপুর যাওয়ার জন্য বাসের টিকিট কেটেছিলেন। গ্রেপ্তারের পর তাকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হচ্ছে।”
সফিউল্লাকে আনার প🌜র জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানানো হ𓄧বে বলে জানান তিনি।
এর আগে গত ১০ মার্চ আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর♍্গাপুর গ্র🌞ামের ইসমাইল হোসেনের দুই শিশু সন্তান ইয়াছিন (৭) ও মোরসালিনের (৫) রহস্যজনক মৃত্যু হয়।
প্রথমে পরিবারের অভিযোগ ছিল, জ্বরে আক্রান্ত ওই দুই শিশুকে নাপা সিরাপ খাওয়ানোর পর তাদের মৃত্যু হয়। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে দুই শিশুর ൩মা লিমা বেগম পরকীয়া প্রেমিক ও চালকলের শ্রমিক সর্দার সফিউল্লার দেওয়া বিষমাখা মিষ্টি খাইয়ে তাদের হত্যা করেন।
এ ঘটনায় গত ১৬ মার্চ রাতে লিমাকে গ্রেপ্তার করে পুলিশ। লিমা ও সফিউল্লার বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন মৃত দ🌼ুই শিশুর বাবা 🌼ইসমাইল হোসেন।