ফরিদপুরে বাস চাপায় দুই পথচারী নিহত হয়েছে। রোববার (১৩ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর সদরের করিমপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই পথচারীর নাম-পরিচয় জꦐানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, &ldquo🦋;মেহেরপুর থেকে চট্টগ🎶্রামগামী জে. আর পরিবহনের একটি বাস করিমপুর এলাকায় দুই পথচারীকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই দুই পথচারী নিহত হয়।”
নিহতদের নাম-পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। এ ব⛦্যাপারে পুলিশ কাজ 💃করছে বলে জানান ওসি মামুন।