মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৭:২৯ পিএম

মাগুরায় মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মিরোজ কবির রবিন (✤২২) নামে এক কলেজ ছাত্র নিহত ও ৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মাগুরা সদরের বেণীপুর এলাকায় এ দুর্ঘটন🦩া ঘটে। নিহত রবিন সদর উপজেলার আঠারোখাদা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, বিকাল ৩টার দিকে সদর উপজেলার বেণীপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় উভয় মোটরসাইকেলের ৫ আরোহী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে মাগুরা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে অমিত (২০) ও হৃജদয়ের (১৮) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। অপরজনকে প্র𝓡াথমিক চিকিৎসা দেয়া হয়েছে।