সড়কে প্রাণ গেল মা ও ছেলের

বরগুনা প্রতিনিধি প্রকাশিত: মার্চ ৭, ২০২২, ০১:২৪ পিএম

বরগুনার আমতলী উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।নিহতরা হলেন—উপজেলার কুকুয়া ইউ𒐪নিয়নের পশ্চিম চুনা🌊খালি গ্রামের আবুল কালামের স্ত্রী নুর নেহার (৪০) ও তার ছেলে রাকিব (১৬)।

সোমবার (৭ মার্চ) সকাল পꦗৌনে🀅 ৭টার দিকে উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপচালক নুর আলমকে (৩২) আটক করেছে পুলিশ। তিনি নোয়াখালীর হাতিয়া থানার মাউজচারা গ্রামের মৃত নূর আহমেদের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সকালে ছেলেকে নিয়ে ভাই কুদ্দুস পালোয়ানের বাড়ি মির্জাগঞ্জ যাচ্ছ♈িলেন নুর নেহার। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে পশ্চিম চুনাখালি শাহ আলম চৌকিদার বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় একটি পণ্যবাহী পিকআপ তাদের পেছন থেকে চাপা দেয়। এতেই ঘটন♈াস্থলে মা ও ছেলে নিহত হয়। 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিহতদের বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পিকআপ চালককে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা 𓄧নেওয়া হবে।