বাল্কহেডে ট্রলারের ধাক্কা, ৫ জনের মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ১০:০০ এএম

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গ𝔍ে একটি মাটিবಞাহী ট্রলারের সংঘর্ষের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. আওয়াল (৫০), মো. মো🐼বার🐠ক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)।

ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপ-পরিচালক শাহিদুল ইসলাম জানান, ভোরে ঘন কুয়াশা🌳র কারণে এ দুর্ঘটনা ঘটে। ১১ জন নিখোঁজ হন। এদের মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠেছেন। প🔯রে উদ্ধার অভিযানে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

উপ-পরিচালক শাহিদুল ইসলাম বলেন, "দুর্ঘটনার সময় ট্রলারের উপরে কিছু যাত্রী ছিলেন আর কিছু যাত্রী ছিলেন ভিতর♛ে। হয়তো ভিত♉রে যারা ছিলেন তারাই আটকা পড়েছেন।"