নরসিংদীর রায়পুরা উপজেলায় আধিপত্য বিস্তার ও গ্রামে ফেরাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্✅রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে রুবেল মিয়া (৩২) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।
এর ম🦄ধ্যে গুলিবিদ্ধ হয়ে নূরুল হক (১৯) নামে একজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছ♒ে।
🦋রোববার (৩০ জানুয়ারি) দুপুরে রায়পুরার দুর্গম চরাঞ্চল বাশঁগাড়ী ও মির্জাচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 🌃এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
খবর ⛄পেয়ে রায়পুরা থানা পুলিশসহ এলাকায় অতিরিক্ত 🦋পুলিশ মোতায়েন করা হয়েছে।