নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিনজন ন⛎িহত হয়েছেন বলে জানা গেছে। তারা সবাই উত্তরা ইপিজেডের নারী শ্রমিক। এ ঘটনায় আহত হয়েছে🃏ন আরও চারজন। তবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (২৬ জা♑নুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার দারোয়ানী রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমির আলী।
আমির আলী জানান, সদর উপজেলার দারোয়ানীতে খোলা একটি রেলক্রসিং আছে। সকালে উত্তরা ইপিজেডের কিছু শ্রমিক অটোরিকশাযোগে কাজে যাচ্ছিলেন। রেলক্রসিংটি অতিক্রম করার সময় নীলফামারী থেকে রাজশাহীগ💖ামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে এই দুর্ঘটনা 🙈ঘটে।
নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মেজবাহুর হাসান চৌধুরী জানান, ঘটনাস্থলেই একজন মারা গেছেন। হাসপ𒈔াতালে আনার পথে দুইজনের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি দুজনের অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।