জ💜ামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাউফ আহমেদ জিসান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (২১ জানুয়ারি) উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী-ভাটারা সড়কের তারত💙াপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘ💖টে।
জানা গেছে, নিহত জিসান সরিষাবাড়ী পৌরসভার বাউসি গজারিয়া গ্রামের সাবেক রেলওয়ে কর্মকর্তা মজিবুর রহমানের ছেলে🎉। তিনি রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির থেকে সম্প্রতি বিএসসি (ইঞ্জিনিয়ারিং) উত্তীর্ণ হয়েছেন।
সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন জানান, সকালে একটি মোটরসাইকেলযোগে জিসান তার চাচাতো ভাইকে 🦹নিয়ে নানার বাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা 💎যাত্রীবাহী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে 📖জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় 💝জিসান মারা যান।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মু꧅হাম্মদ মাহবুবুল হক জানান, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তবে দুর্ঘটনার পরই ঘাতক বাসট𒀰িসহ চালক 🐽পালিয়ে গেছে বলে জানান তিনি।