বাস ও মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

জামালপুর প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৯:০৩ পিএম
ছবি: সংবাদ প্রকাশ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাউফ আহমেদ জিসান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়⛦েছেন।

শুক্রবার (২১ জꦏানুয়ারি) উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী-ভাটারা সড়কের তারতাপাড়া ব্রিজ এলাকায় এ ঘটনা 🌱ঘটে।

জানা গেছে, নিহত জিসান সরিষ𒁃াবাড়ী পৌরসভার বাউসি গজারিয়া গ্রামের সাব🉐েক রেলওয়ে কর্মকর্তা মজিবুর রহমানের ছেলে। তিনি রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির থেকে সম্প্রতি বিএসসি (ইঞ্জিনিয়ারিং) উত্তীর্ণ হয়েছেন।

সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উ💛দ্দিন জানান, সকালে একটি মোটরসাইকেলযোগে জিসান তার চাচাতো ভাইকে নিয়ে নানার বাড়ি বগুড়ার সারিয়াকান্দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্ত🐠ি করলে চিকিৎসাধীন অবস্থায় জিসান মারা যান।

এ বিষয়ে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহবুবুল হক জানান, এ ঘটনায় কে🌠উ কোনো অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে তদন্ত ক𝕴রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” 

তবে দুর্ঘটনার পরই ঘাতক বাসটিসহ চালক পাল💜িয়ে গেছে ব♕লে জানান তিনি।