ট্রাকচাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

নীলফামারী প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ১০:১২ এএম

নীলফামারী শহরে সড়কে পাটবোঝাই ট্রাকের নিচে পৃষ্ট হয়ে নুরনাহার (৩৫) নামের এক গার্মেন্টস শ্♎রജমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ৮টার দিকে ✃জেলা শহরের কালীবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা ট্রাকটি আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে যান।

নিহত নুরনাহার জ♕েলা সদরের চওড়া✃ বড়গাছা ইউনিয়নের ভাঙ্গামাল্লী গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী। তার দুটি সন্তান রয়েছে।

নিহতের দেবর ফরিদ আহমেদ বলেন, “আমার ভাবি ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। এক সপ্তাহ আগে ছুটি নিয়ে বাসায় আসে🦂। আবার কর্মস্থলে যোগ দিতে রাত ৮টা ১০-এ ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজ বাসের উদ্দেশ্যে বাড়ি থেকে মোটরসাইকেলে রওনা দেন। 

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, মোটরসাইকেলেটি নিয়ন্ত্রণ হারালে নুরনাহার ছিটকে পড়েন। এদিকে ডোমার থেকে আসা পাটবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১৬-৫৫০৬) 🐈;নিচে পৃষ্ট হয়ে তিনি 𓂃নিহত হন। 

ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান তদন্ত কর্মকর্তা&✤nbsp;মাহমুদ উন নবী।