ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত শি📖ক্ষক সাইদা গাফফারকে অপহরণ ও হত্যা মামলার আসামি আনোয়ারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
শনিবার বিকাল চারটায় আসামি আনোয়ারুলকে গাজীপুর চিফ মেট্রোপলিটন আদালতে নেওয়া হয়। পুলিশ তাকে (আনোয়ারুল) জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক মেহেদী পাভেল সুইট তিনদিনের রিমান্ড আবেদন মঞ্🦋জুর করেন।
গাজীপুর মহানগর পুল🦋িশের উপকমিশনার (অপরাধ) জাকির হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।&nbs🎃p;
এর আগে শুক্রবার সকালে কাশিমপুর থানার দক্ষিণ পানিশাইল এলাকা থেকে সাইদা গাফফারের মরদে💃হ উদ্ধার করা হয়। নিহত সাইদা গাফফার অধ্যাপক ক🦂িবরিয়াউল খালেকের স্ত্রী।
হত্যার ঘটনায় আনোয়ারুল ইসলামকে (২৫) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হত্যার দায় শিকার করেছে বলে পুলিশ 🎀জানিয়েছে।
আনোয়ার গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার বুজর্গ জামালপুর গ্রামের বাসিন্দা। নিহত সাইদা গাফফারের বাড়িতে রাজমিস্𒅌তꩵ্রির কাজ করতো আনোয়ার। হত্যার ঘটনায় নিহতের ছেলে ইফতেখার বিন জহির বাদী হয়ে একটি মামলা করেন।